Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০২০ সালের জি২০ সম্মেলন সউদীতে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

২০২০ সালের জি২০ সম্মেলন সউদী আরবে অনুষ্ঠিত হবে। ২০২০ সালের ২১ এবং ২২ নভেম্বর রাজধানী রিয়াদে এ সম্মেলনের আয়োজন করবে সউদী সরকার। বুধবার সউদী প্রেস এজেন্সি এ খবর দিয়েছে। বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর জোট জি২০-এর সদস্য ১৯টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন। সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানরা সম্মেলনে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন। এবারের আয়োজন হবে জি২০-এর ১৫তম সম্মেলন। এর মধ্য দিয়ে এই প্রথমবারের মতো কোনও আরব দেশে এই আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্বের প্রধান ও উদীয়মান অর্থনৈতিক পরাশক্তি সম্পন্ন দেশগুলোর মধ্যে পারস্পারিক সহযোগিতা, আর্থিক স্থিতিশীলতা বজায় রাখাই জি২০-এর উদ্দেশ্য। ১৫তম জি২০ সম্মেলনের এজেন্ডায় জ্বালানি, পরিবেশ, জলবায়ু, ডিজিটাল অর্থনীতি, বাণিজ্য, কৃষি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও শ্রমসহ অর্থনৈতিক ও সামাজিক বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। সউদী প্রেস এজেন্সি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জি২০ সম্মেলন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ