মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের বেলুচিস্তানে অন্তত ১৪ বাসযাত্রীকে গুলি করে হত্যা করা হয়েছে। করাচি থেকে গুয়াদার যাওয়ার সময় পথিমধ্যে একটি প্রত্যন্ত অঞ্চলে জোরপূর্বক বাস থেকে নামিয়ে তাদের গুলি করে মুখোশধারী বন্দুকধারীরা। বৃহস্পতিবার ভোরে সংঘটিত এ হামলা ও প্রাণহানির ঘটনা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ইমেইলে পাঠানো এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে বেলুচিস্তানভিত্তিক একটি বিচ্ছিন্নতাবাদী উপজাতি গোষ্ঠী। নিহতদের মধ্যে নৌবাহিনী ও কোস্টগার্ডের একজন করে সদস্য বলে জানিয়েছে পুলিশ। দায় স্বীকারকারী গোষ্ঠীটি জানিয়েছে, পাকিস্তান নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যদের পরিচয় নিশ্চিত হয়েই তাদের হত্যা করা হয়েছে। বন্দুকধারীরা আধাসামরিক বাহিনীর পোশাক পরিহিত ছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা। নিহতদের মরদেহগুলো বেলুচিস্তানের ওরামারা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। সরকারি চিকিৎসক মোহাম্মদ মুসা জানিয়েছেন, নিহত ১৪ জনের সবাইকে গুলি করে হত্যা
করা হয়েছে। ডন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।