Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হলিউড শীর্ষ পাঁচ

| প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৯, ১২:০৬ এএম

১ শেজ্যাম
২ লিটল
৩ ডাম্বো
৪ হেলবয়
৫ ক্যাপ্টেন মারভেল
লিটল
টিনা গর্ডন পরিচালিত কমেডি ফিল্ম ‘লিটল’। ‘পিপলস’ (২০১৩) গর্ডন পরিচালিত আরেক চলচ্চিত্র।
জর্ডান স্যান্ডার্স (রেজিনা হল) একজন দুর্বিনীত ও আত্মকেন্দ্রিক বস। অযাচিত সব দাবী আর কাজ দিয়ে সে তার অফিসের কর্মীদের সবসময় চাপের ওপর রাখে। শুধু তাই নয় কখনও কখনও সে কর্মচারীদের শারীরিকভাবেই আক্রমণ করে। একদিন ১৩ বছর বয়সী এক কিশোরী তাকে তার আচরণের এই বিষয়টি শোধরাবার জন্য বলে। জর্ডান তাকে কোনও পাত্তাই ডেজ না। মেয়েটি তাকে শাপ দেয়। পরদিন ঘুম থেকে উঠে জর্ডান দেখে সে ১৩ বছর বয়সী এক মেয়ে (মারসাই মার্টিন) হয়ে গেছে। এখন কেউই তাকে পাত্তা দেয় না আর চাইল্ড প্রটেক্টিভ সার্ভিস থেকে তাকে স্কুলে ভর্তি হতে নির্দেশ দেয়া হয়। মরিয়া হয়ে জর্ডান তার সহকারী এপ্রিলকে (আইসা রে) তার হয়ে কাজ করতে এবং তার অভিভাবক সাজতে অনুরোধ করে। শিশু হবার পরও জর্ডান এপ্রিলসহ বড়দের জীবন অতিষ্ঠ করে তোলে। একদিন এপ্রিল সিদ্ধান্ত নেয় তাকে শারীরিক শাস্তি দিয়ে শাসন করার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হলিউড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ