Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘বরখাস্ত’ ফন গাল, আসছেন মোরিনহো

প্রকাশের সময় : ২৪ মে, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : চেয়েছিলেন চুক্তি অনুযায়ী আগামী মৌসুমেও দলের দায়িত্বে থাকবেন। কিন্তু শেষ রক্ষে হল না লুইস ফন গালের। ব্যর্থতার দায়ে নির্ধারীত সময়ের এক বছর আগেই তার ডাচ কোচিকে সরে যেতে হল। একই সাথে ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাব কর্তৃপক্ষ ‘বরখাস্ত’ করেছে তার পুরো কোচিং স্টাফদের। ক্লাবের পক্ষ থেকে অবশ্য নিশ্চিতভাবে এখনো কিছু জানানো হয়নি। তবে ইউরোপিয়ান শীর্ষ গণমাধ্যমগুলোর ভাষ্য এমনটি-ই। তার স্থলে ওল্ড ট্যাফোর্ডের দায়িত্বে আসছেন আরেক ‘বরখাস্ত’ হওয়া কোচ হোসে মোরিনহো। গেল মৌসুমের মাঝপথে ব্যর্থতার দায়ে পর্তুগিজ এই কোচকে চেলসি ফুটবল ক্লাবের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।
২০১৪ সালে তিন বছরের চুক্তিতে ইংল্যান্ডের সফলতম দলটির দায়িত্ব নিয়েছিলেন ফন গাল। কিন্তু দলের ভাগ্য পরিবর্তন করতে না পারায় আগে থেকেই সরতে হল তাকে। এর আগে স্বদেশী ক্লাব আয়াক্স, স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও জার্মান দল বায়ার্ন মিউনিখের হয়ে লিগ কাপ জিতলেও ইংল্যান্ডে গত দুই মৌসুম তিনি ছিলেন ব্যর্থ। আয়াক্সকে ১৯৯৪-৯৫ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও এনে দেন ফন গাল। তারই দল গত মৌসুমে লিগ শেষ করে চার নম্বরে থেকে। এবার পঞ্চম হওয়ায় চ্যাম্পিয়ন্স লিগে সুযোগও হয়নি তার দলের। মৌসুমজুড়ে এই হতাশার মাঝে একমাত্র সান্ত¦না হল এফএ কাপ। নিজের শেষ ম্যাচে দলকে এফএ কাপের শিরোপা এনে দেন ফন গাল।
গেল প্রিমিয়ার লিগে খেই হারিয়েছিল তৎকালীন চ্যাম্পিয়ন চেলসিও। ধারাবাহিক ব্যর্থতার কারণে দলের কোচ মোরিনহোকে বরখাস্ত করে ক্লাব কর্তৃপক্ষ। এরপর থেকে বেকার ছিলেন স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’। একই সময়ে ‘মোরিনহো ওল্ড ট্রাফোর্ডের দায়িত্বে আসছেন’ শিরোনামে সরব ছিল ইউরোপিয়ান গণমাধ্যমগুলো।
কোচ হিসেবে মোরিনহোর অর্জনের পাল্লাটা অবশ্য বেশ ভারি। ২০১৪-১৫ মৌসুমে চেলসির হয়ে লিগ জয় করেন। প্রখম দফায় বøুদের হয় পর পর দুটি লিগ শিরোপা জেতেন মোরিনহো। ইন্টার মিলান ও স্বদেশি ক্লাব পোর্তোর হয়ে লিগ শিরোপার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগ জেতেন। রিয়াল মাদ্রিদের হয়ে লিগ ও কাপ জয়ের রেকর্ডও আছে তার নামের পাশে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘বরখাস্ত’ ফন গাল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ