মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন সাময়িকী টাইমসের চলতি বছরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদও রয়েছেন।
গত মাসে ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলার ঘটনা মোকাবেলা করে আন্তর্জাতিকভাবে প্রশংসা কুড়িয়েছেন কিউ প্রধানমন্ত্রী। ওই হামলায় শুক্রবার জুমা পড়তে আসা অর্ধশত মুসল্লি ঘাতকের গুলিতে নিহত হন।
জাসিন্দাকে নিয়ে লন্ডনের মেয়র সাদিক খান বলেন, ক্রাইস্টচার্চের মর্মান্তিক হামলার ঘটনায় লন্ডনের নাগরিকদের হৃদয় ভেঙে গেছে। কেবল ধর্মের কারণে নিরপরাধ লোকজনকে এভাবে নির্মমভাবে হত্যা করায় আমরা শোকাহত।
‘কিন্তু ওই ঘটনা মোকাবেলায় জাসিন্দা আরডানের নেতৃত্ব আমাদের সবাইকে অনুপ্রেরণা জুগিয়েছে। অস্ত্র নিয়ন্ত্রণে তার ত্বরিত ব্যবস্থাসহ বিশ্ববাসীকে নিজের মূল্যবোধ নিয়ে তিনি এক শক্তিশালী বার্তা দিয়েছেন।’
আর মাহাথির বিন মোহাম্মদকে নিয়ে ক্লেয়ার রিউক্যাশল ব্রাউন বলেন, ক্ষমতার লড়াইয়ে নামতে তার যথেষ্ট তারুণ্য ছিল না। কিন্তু তার পরও তার উত্তরসূরি নাজিব রাজাককে হারিয়ে গত বছর প্রধানমন্ত্রী হন তিনি। নিজের নৈতিক মনোবলের ওপর দাঁড়িয়ে ৯২ বছর বয়সে ব্যাপক ভোটে বিজয়ী হন মাহাথির।
তালিকায় আরও আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পোপ ফ্রান্সিস, আমেরিকান কংগ্রেস সদস্য আলেক্সন্দারিয়া ওকাসো-কর্টেজ, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, আবুধাবির সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।