Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানের বিষয়ে ঐকমত্য

রাশিয়ান-আরব কোঅপারেশন ফোরামের পঞ্চম বৈঠক অনুষ্ঠিত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

১৪ আরব দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রাশিয়ান-আরব কোঅপারেশন ফোরামের পঞ্চম বৈঠকের অংশ হিসেবে মঙ্গলবার মস্কোয় মিলিত হন তারা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের উপায় নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, এ অঞ্চলের দেশগুলো তাদের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানের বিষয়ে ঐকমত্য হয়েছে। তারা চায় তাদের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখন্ডতার ব্যাপারে যেন অন্যরা সম্মান প্রদর্শন করে। বৈঠকে অংশ নেওয়া দেশগুলো ফিলিস্তিন-ইসরাইল সংকটে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি সমর্থন জানিয়েছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট দেশগুলোকে নিয়ে আলোচনার উদ্যোগ নিয়ে মস্কো প্রস্তুত রয়েছে বলেও জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী। ইরানের সঙ্গে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকীকরণের ওপরও জোর দেন তিনি। সউদী পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবায়ের জানিয়েছেন, বৈঠকে ফিলিস্তিন-ইসরাইল সংঘাত নিয়ে কথা হয়েছে। এতে ইসরাইল কর্তৃক দখলকৃত অঞ্চলে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবনার প্রতি সম্মান দেখানোর কথা বলা হয়েছে। বৈঠকের আরেক আলোচ্য বিষয় ছিল লিবিয়া সংকটের শান্তিপূর্ণ সমাধান। আদেল আল জুবায়ের জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সউদী আরব সফরের কথা রয়েছে। তবে এর তারিখ এখনও চূড়ান্ত হয়নি। এটি চূড়ান্ত করার কাজ চলছে। আনাদোলু এজেন্সি।



 

Show all comments
  • স্বদেশ আমার ১৮ এপ্রিল, ২০১৯, ১:৩৭ এএম says : 0
    আমেরিকাকে রুখতে রাশিয়াকে নিয়ে মুসলিম বিশ্বের সামনে এগুতে হবে। মার্কিনীদের মোড়লির সময় শেষ।
    Total Reply(0) Reply
  • রাফেজা বেগম ১৮ এপ্রিল, ২০১৯, ১:৩৮ এএম says : 0
    মুসলিমদের ঐকমত্যই পারে মধ্যপ্রাচ্যেকে শান্ত করতে। কিন্তু সেই ঐক্য নিয়ে যথেষ্ঠ ধোয়াশা আছে।
    Total Reply(0) Reply
  • এস আলম ১৮ এপ্রিল, ২০১৯, ১:৩৯ এএম says : 0
    বিদেশী হস্তক্ষেপ প্রত্যাখ্যান করতে হলে একজোট হতে হবে। এখন সময় এসেছে রাশিয়াকে কাজে লাগানোর।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়ান-আরব
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ