মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চিলিতে একটি বাড়ির ওপর বিমান বিধ্বস্তের ঘটনায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার দক্ষিণাঞ্চলীয় পুয়ের্তো মন্ট শহরে এ দুর্ঘটনা ঘটে। খবর খালিজ টাইমসের।
খবরে বলা হয়, রাজধানী সান্তিয়াগো থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণের লা পালোমা অ্যারোড্রোমের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।
পুয়ের্তো মন্ট শহরের মেয়র হ্যারি জারগেনসেন জানিয়েছেন, বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এ দুর্ঘটনা ঘটে। পাইলটসহ মোট ছয়জন আরোহীর সবাই নিহত হয়েছেন এ দুর্ঘটনায়।
এ দুর্ঘটনায় বাড়িটিতে আগুন ধরে যায়। বিমানটি বিধ্বস্তের খবর পাওয়ার পরপরই উদ্ধারকাজে নামেন দেশটির দমকল বাহিনীর সদস্যরা।
তবে কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।