Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানুষ দুর্বিষহ জীবন কাটাচ্ছে -কর্নেল অলি

প্রকাশের সময় : ২৪ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ২০ দলীয় জোট নেতা এলডিপির সভাপতি ড. কর্নেল (অব) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, বর্তমানে দেশের মানুষের মনে শান্তি নাই, স্বস্তি নাই, যাওয়ার কোনো জায়গা নাই। শুধু পকেটে কিছু টাকা আর পেটে ভাত থাকলেই হয় না, প্রয়োজন মানসিক শান্তি এবং দেশে শান্তি। মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। গতকাল গণতান্ত্রিক মহিলা দলের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তার মহাখালীর বাসভবনে এক আলোচনা সভায় একথা বলেন। গণতান্ত্রিক মহিলা দলের সভাপতি অধ্যাপিকা কারিমা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন এলডিপির যুগ্ম মহাসচিব খালেদ সাইফুল্লাহ, তমিজ উদ্দিন টিটু, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দীন রাজ্জাক, প্রচার সম্পাদক বেলাল মিয়াজী ও তথ্য-গবেষণা সম্পাদক উপাধ্যক্ষ মাহবুবুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন গণতান্ত্রিক মহিলা দলের সি: সহ-সভাপতি অধ্যাপক তপতি রানী কর, যুগ্ম সা: সম্পাদক কেয়া, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহফুজা শিরিন, সাংগঠনিক সম্পাদক নিলা, দপ্তর সম্পাদক অধ্যাপক লিমা আকতার, যুব মহিলা বিষয়ক সম্পাদক আনোয়ারা প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানুষ দুর্বিষহ জীবন কাটাচ্ছে -কর্নেল অলি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ