প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
কিংবদন্তীর ব্যান্ড বিটলস ভাঙার জন্য যেখানে জন লেননের সঙ্গে ইয়োকো ওনোর সম্পর্ককে দায়ী করে থাকে সেখানে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে জোনাসের বিয়ের মাস খানেক পর দুই ভাইয়ের সঙ্গে লাইভ পারফর্ম করল তিন ভাইয়ের ব্যান্ড জোনাস ব্রাদার্স। অনেকে এর কৃতিত্ব দিচ্ছে প্রিয়াঙ্কাকে। কেভিন, জো আর নিকের ব্যান্ড জোনাস ব্রাদার্স ৮ বছর এক থাকার পর ২০১৩তে ভেঙে যায়। পয়লা মার্চে এক হবার পর জোনাস ব্রাদার্স নতুন অ্যালবাম রেকর্ড করার ঘোষণাও দিয়েছে। জোনাস পরিবার তাদের নতুন সদস্যকে স্বাগত জানিয়ে পরোক্ষভাবে স্বীকার করেছে প্রিয়াঙ্কা জোনাস ব্রাদার্সের ফেরার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পরিবারের এক সূত্র বলেছে, “প্রিয়াঙ্কা জোনাস ব্রাদার্স পুনর্গঠনের জন্য অন্য সদস্যদের সঙ্গে সংলাপ শুরু করার বিষয়টি উৎসাহিত করেছেন। যেহেতু জোনাস ব্রাদার্স ভাঙ্গার জন্য নিককে দায়ী করা হয় তাই প্রিয়াঙ্কা তার দুই দেবরের সঙ্গে আলোচনা শুরু করার জন্য তার স্বামী নিককে প্রভাবিত করেন। প্রিয়াঙ্কা উদ্যোগ না নিলে জোনাস ব্রাদার্সের নতুন অ্যালবাম ‘সাকার’ মুক্তি দেয়া সম্ভব হত না।” জোনাস ব্রাদার্সের ফেরা, ব্যান্ডের একটি মিউজিক ভিডিওতে অংশ নেয়ার পর প্রিয়াঙ্কা নিকের সঙ্গে দ্বৈত গান রেকর্ড করার প্রস্তুতি নিচ্ছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।