Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

৬৪ হাজার নিষিদ্ধ বার্মিজ সিগারেটসহ যুবক আটক

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৯, ২:০৮ পিএম

কক্সবাজারের উখিয়া বাজারে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৬৪ হাজার পিস বার্মিজ সিগারেটসহ রমজান আলী (২০) নামে এক যুবকরেক আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। গতকাল সোমবার দিনগত রাত ৯টার দিকে উখিয়া বাজারের হাসেম স্টোরে অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়েছে।
আটক রমজান আলী উখিয়ার পুর্ব ডিগলিয়া এলাকার আবদুস শুক্কুরের ছেলে।
র‌্যাব-১৫ এর কর্মকর্তা এএসপি মো. শাহ আলম জানান, উখিয়া বাজারে হাসেম স্টোর নামক দোকানে অবৈধ বার্মিজ সিগারেট ক্রয়-বিক্রয় হচ্ছে- এমন খবর পেয়ে সোমবার রাতে অভিযান চালানো হয়। অভিযানে রমজান আলী নামে একজনকে আটকের পর তার স্বীকারোক্তি মতে তল্লাশি করে ১টি প্লাস্টিকের বস্তা এবং ৬টি কার্টন জব্দ করা হয়। তা খুলে আমদানি নিষিদ্ধ ৬৪ হাজার পিস বার্মিজ সিগারেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া সিগারেটসহ আটক যুবককে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ