Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০১৯, ৩:২২ পিএম

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহানের কথোপকথনের ভিডিও ধারণ ও তা প্রকাশ করায় সোনাগাজী মডেল থানার প্রত্যাহারকৃত ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ঢাকার সাইবার ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করেন।

নুসরাত থানায় যৌন নিপীড়নের অভিযোগ করতে গেলে ওসি সেটা ভিডিও করে রাখেন এবং নিপীড়নের ঘটনাকে ‘নাটক’ ও পরবর্তীতে অগ্নিদগ্ধের ঘটনাকে ‘আত্মহত্যার’ রূপ দিতে চেষ্টা চালিয়েছিলেন বলে অভিযোগ ওঠে।

দুটি ঘটনায় অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাসহ তার সহযোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। এ ধরনের আরো অভিযোগে ১০ এপ্রিল সোনাগাজী মডেল থানা থেকে তাকে প্রত্যাহার করা হয়।



 

Show all comments
  • ss miah ১৫ এপ্রিল, ২০১৯, ৪:০৪ পিএম says : 0
    অন্যায়কারী যেই হোক না কেন, যেই ভাবে ঘটনা ওই ভাবেই মৃত্যদণ্ড দেয়া উচিত। এই দেশে কি খাঁটি মানুষ খাঁটি বিচার করার কি কেউ নাই ? সবই কি পোল্ট্রি মুরগির জীবন যাপন ? প্রতিদিন কেন এতো ঘটনা ?এমন বিচার হোক,দেশের মানুষ যেন বুজতে পারে,স্টেডিয়াম নিয়ে বিচার করা উচিত Iহউক সরকারি বা বেসরকারি আইন সবার জন্য সমান রাখা উচিত /
    Total Reply(0) Reply
  • MTH ১৫ এপ্রিল, ২০১৯, ৫:২৮ পিএম says : 0
    অন্যায়কারী যেই হোক না কেন, যেই ভাবে ঘটনা ওই ভাবেই মৃত্যদণ্ড দেয়া উচিত
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ