Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

দক্ষিণাঞ্চলে বাংলা বর্ষ বরণ

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৯, ৬:১২ পিএম

সারা দেশের মত বরিশাল সহ দক্ষিণাঞ্চলের সর্বত্রই আনন্দ উৎসবের মধ্যে দিয়ে বাংলা বর্ষবরন সম্পন্ন হয়েছে। ছড়া গান, লোক সংগীত, লোকনৃত্য, মঙ্গল শোভাযাত্রা এবং ঘুড়ি উড়ানো প্রতিযোগীতা সহ নানা ধরনের মেলার মাধ্যমে বাংলা ১৪২৬’কে বরন করছে দক্ষিনাঞ্চলের মানুষ। এবার বরিশাল সহ বিভিন্ন জেলা প্রশাসন বাংলা বর্ষবরন উপলক্ষে নানা অণুষ্ঠানের আয়োজন করে।
বরিশালের জেলা প্রশাসন নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে সকালে মঙ্গল শোভাযাত্রা বের করে। এছাড়াও উদিচী, চারুকলা বিদ্যালয় ও বরিশাল নাটক ভিন্নভাবে মঙ্গল শোভাযাত্রা বের করেছে। দুপুরের পর থেকে নগরীর বিএম স্কুল মাঠে বৈশাখী মেলারও আয়োজন করা হয়েছে।
পটুয়াখালী, ভোলা, বরগুনা, পিরোজপুর ও ঝালকাঠী জেলা সদর সহ বিভিন্ন উপজেলাতেও নানা অনুষ্ঠান ও উৎসবে বাংলা বর্ষবরন চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বর্ষবরণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ