Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪২৬ বরণ

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৯, ৪:০৪ পিএম

বৈশাখ মানেই ঐতিহ্যের আহবান। পুরাতনকে ধারণ করে নতুনের পথে এগিয়ে চলা। এই বৈশাখকে স্বাগত জানাতে ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে বাংলা নববর্ষ ১৪২৬।
এ উপলক্ষে রোবাবার দুপুর ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা স্কুল বড় মাঠ থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বেড় হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো আগের স্থানে গিয়ে শেষ হয়। এসময় বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী,শিক্ষক সহ বিভিন্ন ধর্মের হাজারো মানুষের শোভাযাত্রা অংশগ্রহন করেন।
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আ:লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনে সাংসদ রমেশ চন্দ্র সেন।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন,স্থানীয় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা প্রশাসক ড.কে.এম কামরুজ্জামান সেলিম,পুলিশ সুপার মনিুরজ্জামান সহ অনেকেই।
পরে ঠাকুরগাঁও স্টেশন ক্লাবের ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন করা হয়।
এর আগে সকাল ৬টায় নিক্কণ সঙ্গীত বিদ্যালয়ের আয়েজানে জর্জ কোট বটমূলে অনুষ্ঠিত হয় প্রভাতি অনুষ্ঠান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বর্ষবরণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ