বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁদপুরে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২৬ বরণ করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রায় সর্ব স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। শোভাযাত্রা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব ভবনের পিছনে ডাকাতিয়া নদীর পাড়ে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চের সম্মুখে গিয়ে শেষ হয়। শোভাযাত্রাকে ঘিরে কঠোর নিরাপত্তার চাদরে মোড়ানো হয় পুরো চাঁদপুর শহর।
এদিকে সকাল ৭টায় বর্ষবরণের ব্যাপক আয়োজন করে চাঁদপুর প্রেসক্লাব। প্রেসক্লাব সভাপতি শহীদ পাটোয়ারীর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান,পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র নাছির উদ্দিন আহমেদসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। পরে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।