Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে ব্যাপক উৎসবমুখর পরিবেশে বর্ষবরণ চলছে

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৯, ৩:১০ পিএম

উৎসব মুখর পরিবেশে দেশের অন্যান্য স্থানের মতো সিলেটেও ব্যাপক আয়োজনের মধ্য বর্ষবরণ শুরু হয়েছে।সিলেটে গত কয়েক বছর থেকে কোন বৈশাখী মেলার আয়োজন নেই। সিলেটে বাংলা নববর্ষ বরণের প্রধান আয়োজন বলতে গেলে আনন্দ লোক আয়োজিত শ্রীহট্ট সংস্কৃতি কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান।রবিবার ভোরে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। সাংস্কৃতিক সংগঠন শ্রুতি আয়োজিত শতকন্ঠে বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এছাড়াও সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে বর্ষবরণ করা হচ্ছে বর্ণাঢ্য আয়োজনে। নগরীর বিভিন্ন পাড়া-মহল্লার সাংস্কৃতিক সংগঠনগুলোও বর্ষবরণ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি পালন করছে।প্রতি বছরের ন্যায় সিলেটের এমসি কলেজ ব্যাপক আয়োজনের মধ্য বর্ষবরণ শুরু করেছে। এছাড়াও বিভিন্ন উপজেলা সদর ও গ্রামাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানেও ব্যাপক কর্মসূচির মাধ্যমে বর্ষবরণ চলছে। সিলেট মহানগরী আইনশৃঙখলা বাহিনী নগরবাসীর নিরাপত্তা রক্ষায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে। মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। সিলেটে স্বতঃস্ফুর্তভাবেই বাংলা নতুন বছরের প্রথম দিনটিকে বরণ করা হচ্ছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বর্ষবরণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ