Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভূঞাপুরে উৎসব মুখর পরিবেশে বর্ষবরণ

ভূঞাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৯, ৩:০৯ পিএম

উৎসব মুখর পরিবেশে ও নানা আয়োজনে টাঙ্গাইলের ভূঞাপুরে সরকারি ও বেসরকারি উদ্যোগে বরণ করা হল বাংলা নববর্ষ ১৪২৬। বর্ষবরণ উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা উপজেলা পরিষদ চত্বর থেকে বের করা হয় এক মঙ্গল শোভাযাত্রা। আর এ শোভাযাত্রাটি বাসস্ট্যান্ড ও বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে অংশ গ্রহন করেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর)আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির,ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দল হালিম এডভোকেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, পৌর মেয়র মাসুদুল হক মাসুদ,নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, সহকারি কমিশনার(ভূমি)মোঃ আসলাম হোসাইন,থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম,সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলার কৃষ্টি ও ঐতিহ্য ভিত্তিক আলোচনা সভা ও সাপের খেলা। এছাড়া উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহনে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অপরদিকে ইবরাহীম খাঁ সরকারি কলেজ ও ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা উপলক্ষে পান্তা খাওয়ার আয়োজন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বর্ষবরণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ