Inqilab Logo

বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাপাহারে বাংলা নববর্ষ-১৪২৬ বরণ অনুষ্ঠিত

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৯, ৩:০৭ পিএম

নওগাঁর সাপাহারে দিনভর বিভিন্ন কর্মসূচী পালনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ- ১৪২৬ বরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ৯টায় সাপাহার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বর থেকে একটি বিশাল বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
বাংলা বর্ষ বরণের সকল অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার কল্যান চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ, সাব-রেজিষ্টার রবিউল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ওমর আলী,ভাইস চেয়ারম্যান ওয়াহেদ আলী,
নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান নার্গীস সরকার, প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুল আলম,চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা কলেজের অধ্যক্ষ আবু এরফান আলী, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম, সাপাহার জামান নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোত্তালেব হোসেন,সাপাহার উপজেলা প্রেসক্লাব সভাপতি বাবুল আকতার,সাপাহার প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিক,সহ উপজেলা সদরে অবস্থিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীগন,রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ মাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
শেষে উপজেলা পরিষদ চত্বরে পান্তা উৎসব, কুইজ প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষ বরণ উৎসব সমাপ্ত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বর্ষবরণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ