Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাটখিলে ৮শ’ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৯, ১১:০৪ এএম

চাটখিল উপজেলায় অভিযান চালিয়ে লাকি বেগম (৩০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৮২০পিস ইয়াবা ও ইয়াবা বিক্রিরর নগদ ১লাখ ২৩হাজার ২৪০টাকা উদ্ধার করা হয়েছে।

শনিবার দিবাগত রাতে ১২টার দিকে পূর্ব আবু তোরাব গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত লাকি বেগম লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার মুক্তারপুর গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী।

মাদক বিরোধী অভিযানে নেতৃত্বদানকারী চাটখিল থানার উপ-সহকারি পুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর জানান, লাকী বেগম চিহিৃত ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে চাটখিল থানায় ৩টি ও রামগঞ্জ থানায় ২টি মাদক মামলা রয়েছে।

চাটখিল থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, উপজেলাকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও অবৈধ আগ্নেয়াস্ত্র মুক্ত করতে পুলিশের অভিযান চলমান থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবাসহ আটক

৪ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ