Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্যারা-ব্যাডমিন্টনে হেলাল আলীরাজ চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৯, ৯:০৪ পিএম

ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ (এনপিসি বাংলাদেশ) ব্যবস্থাপনায় ও বাংলাদেশ প্যারা-ব্যাডমিন্টন ফেডারেশনের সহযোগিতায় শেষ হয়েছে প্রথম প্যারা-ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের খেলা। শনিবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে দু’দিন ব্যাপী টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। এসএস সিক্স (শর্ট স্ট্যাচার) ইভেন্টে মংলার হেলাল চ্যাম্পিয়ন ও নারায়ণগঞ্জের ইয়ামিন রানারআপ হন। এসইউ ফাইভ (স্ট্যান্ডিং আপার) ইভেন্টে সিলেটের আলীরাজ চ্যাম্পিয়ন ও একই জেলার আলাল রানারআপ হন। হুইলচেয়ার ইভেন্টে সিআরপির আলম চ্যাম্পিয়ন ও গাজীপুরের মহসিন রানারআপ হয়েছেন। ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্নসচিব (ক্রীড়া) ওমর ফারুক। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারন সম্পাদক আমির হোসেন বাহার ও বাংলাদেশ প্যারা-ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি এনায়েত উল্লা খান। প্যারা-ব্যাডমিন্টন টুর্নামেন্টের প্রথম আসরে দেশের আট জেলার ৩৫ জন শারীরিক প্রতিবন্ধী (প্যারা) শাটলার চারটি ইভেন্টে অংশ নেন। ইভেন্টগুলো হলো-এসএস সিক্স (শর্ট স্ট্যাচার), এসইউ ফাইভ (স্ট্যান্ডিং আপার), এসএল থ্রি (স্ট্যান্ডিং লোয়ার) ও হুইলচেয়ার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্যারা-ব্যাডমিন্টন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ