Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

মনিপুরে স্বাধীনতাকামীদের হামলায় ৬ প্যারামিলিটারি জওয়ান নিহত

প্রকাশের সময় : ২৪ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে স্বাধীনতাকামী গেরিলাদের আকস্মিক হামলায় আধাসামরিক বাহিনীর ছয় জওয়ান নিহত হয়েছে। গত রোববার মিয়ানমার সীমান্তের কাছে এ ঘটনা ঘটে। মনিপুর ভারতের গোলযোগপূর্ণ রাজ্যগুলোর অন্যতম। ভারতীয় পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, আধাসামরিক বাহিনীর সদস্যরা মনিপুরের চ্যান্ডাল জেলায় ভূমিধসের কবলে পড়া লোকজনকে উদ্ধার করতে যাচ্ছিল। পথেই তাদের ওপর হামলা চালানো হয়। নাম প্রকাশ্যে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, একটি জঙ্গল এলাকায় পৌঁছানোর পর অসম রাইফেলের সদস্যদের তিনটি গাড়ির ওপর আকস্মিকভাবে হামলা চালায় গেরিলারা। এর মধ্যে সামনের গাড়ির ছয় সদস্যের সবাই নিহত হয়।  বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মনিপুরে স্বাধীনতাকামীদের হামলায় ৬ প্যারামিলিটারি জওয়ান নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ