Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রংপুরে বরযাত্রী নিয়ে বাস পুকুরে, আহত ২০

পীরগাছা (রংপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৯, ৯:৪৫ এএম

রংপুরের পীরগাছায় বিয়ে শেষে বরযাত্রী নিয়ে ফেরার পথে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ২০জন আহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার ছাওলা ইউনিয়নের তাজ তালুক মন্ডলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৫জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, রংপুর নগরীর সাতমাথা শনিবাড়ী এলাকার আলী হোসেনের ছেলে বাদল মিয়া পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের গাবুড়ার চর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে রাফিয়া খাতুনকে বিয়ে করে প্রায় ৪০-৪৫জন বরযাত্রী নিয়ে একটি বাসে ফিরছিলেন। পথে রাত ১০টার দিকে পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের তাজ তালুক মন্ডলপাড়া এলাকায় বাসটি পৌঁছে একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে রংপুর ও পীরগাছা ফায়ার
সার্ভিসের পাঁচটি ইউনিটসহ ডুবরি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে।
রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার খুরশীদ আলম জানান, আহতদের মধ্যে নারী ও শিশুসহ ১৫জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ