Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিসরের বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্স খুঁজতে ডুবোজাহাজ মোতায়েন

প্রকাশের সময় : ২৪ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ৬৬ যাত্রী নিয়ে ভূমধ্যসাগরে বিধ্বস্ত ইজিপ্ট এয়ারের ফ্লাইট ৮০৪এর ব্ল্যাকবক্স খুঁজে বের করার জন্য ডুবোজাহাজ মোতায়েন করেছে মিসর। প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ সিসি গত রোববার এ ঘোষণা দিয়েছেন। প্যারিস থেকে কায়রো ফেরার পথে ৬৬ জন আরোহী নিয়ে মিসরের আকাশসীমায় রহস্যজনকভাবে বিধ্বস্ত হয় ফ্লাইট ৮০৪। তল্লাশি চালিয়ে এ পর্যন্ত বিধ্বস্ত বিমানের লাইফ জ্যাকেট, চেয়ার, যাত্রীদের মালপত্র এবং দেহের খ-িত অংশ পাওয়া গেলেও এখনো বিমান পেছনের অংশ বা ব্ল্যাকবক্স ফ্লাইট ডাটা এবং ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার করা সম্ভব হয়নি। বিমানটি কেন বিধ্বস্ত হয়েছে তা বের করতে সহায়তা করবে ব্ল্যাকবক্স। মিসরের সামরিক বাহিনী বলেছে, বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ আলেকজান্দ্রিয়া ২৯০ কিলোমিটার উত্তরে পাওয়া গেছে। তল্লাশির জন্য যে ডুবোজাহাজ মোতায়েন করা হয়েছে তা সাগরের তিন হাজার ফুট গভীর পর্যন্ত যেতে পারবে বলে মিসরের টিভি জানিয়েছে। এদিকে, বিমান বিধ্বস্ত হওয়ার কারণ নিয়ে জল্পনা-কল্পনা না করার জন্য সংবাদ মাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন মিসরের বেসামরিক বিমান চলাচলমন্ত্রী শরিফ ফাথি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিসরের বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্স খুঁজতে ডুবোজাহাজ মোতায়েন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ