মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : জাপানে একদিনে ১৪০০টি এটিএম বুথ থেকে ভুয়া ক্রেডিট কার্ডের মাধ্যমে ১ কোটি ৩০ লাখ ডলার বা ১৪৪ কোটি ইয়েন (প্রায় ১০০ কোটি টাকা) তুলে নেয়ার ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে। গত ১৫ মে মাত্র আড়াই ঘণ্টার মধ্যে টোকিও এবং অন্য ১৫টি শহর থেকে ১০০ লোক এসব টাকা তুলে নেয় বলে সন্দেহ করছে পুলিশ। দক্ষিণ আফ্রিকার একটি ব্যাংকের তথ্য চুরি করে আন্তর্জাতিক চক্র এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা পুলিশের। এ সময় মোট ১৪,০০০ লেনদেন হয় এবং প্রতিবার এটিএম কার্ডের সর্বোচ্চ উত্তোলন সীমা ১ লাখ ইয়েন বা ৭০ হাজার টাকা তুলে নেয় জালিয়াত চক্র। সম্প্রতি বাংলাদেশেও এটিএম বুথ থেকে ভুয়া কার্ডের মাধ্যমে টাকা তোলার ঘটনা ঘটেছে। এতে বিদেশিদের জড়িত থাকার প্রমাণও মিলেছে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।