Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত ৭ জনের প্রাণহানি

প্রকাশের সময় : ২৪ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। গত শনিবার থেকে শুরু হওয়া এই অগ্ন্যুৎপাত এখনও চলছে। ফলে উদ্ধার কাজে বিলম্ব হচ্ছে। বিবিসি জানায়, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে আকাশে দুই থেকে তিন কিলোমিটার দূর পর্যন্ত ছাই উড়তে দেখা গেছে। এ সময় সিনাবুংয়ের কাছের একটি নিষিদ্ধ এলাকায় চাষাবাদের কাজ করতে গিয়ে নিহত হয় ৭ জন। এ সময় আরো আহত হয় ২ জন। বেশ আগে থেকেই ওই এলাকা অনিরাপদ ঘোষণা করা হয়েছিল। বিবিসি আরো জানায়, সিনাবুং পর্বতে ৪০০ বছর সুপ্ত থাকার পর ২০১০ সালে প্রথম অগ্ন্যুৎপাত শুরু হয়। এরপর তিন বছর বন্ধ থেকে ২০১৪ সালে একই ধরনের অগ্ন্যুৎপাতে এক ডজনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে। বিবিসি জানিয়েছে, ওই আগ্নেয়গিরি থেকে উত্তপ্ত ছাই উদগীরণ অব্যাহত আছে। ফলে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত ৭ জনের প্রাণহানি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ