Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বর্ষবরণের দিন চট্টগ্রামে যান চলাচলে বিধিনিষেধ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৯, ৭:২১ পিএম

পহেলা বৈশাখে বর্ষবরণের উৎসবের কারণে চট্টগ্রাম নগরীর কয়েকটি সড়কে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।


এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার সকাল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা পর্যন্ত পহেলা বৈশাখ উদযাপনের অনুষ্ঠানস্থল ডিসি হিল, সিআরবি শিরীষ তলা ও পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকার আশেপাশে যান চলাচল বন্ধ থাকবে।

ডিসি হিলে পহেলা বৈশাখ আয়োজনের কারণে ওই দিন সকাল সাড়ে ৫টা থেকে লাভলেইন মোড়, চেরাগী পাহাড় ও এনায়েত বাজার মোড় থেকে ডিসি হিল পর্যন্ত সড়কে কোনো ধরনের যানবাহন চলতে পারবে না।

সিআরবি শিরীষ তলার অনুষ্ঠানের কারণে কাঠের বাংলো, আটমাসিং মোড়, হোটেল রেডিসন ব্লুর সামনের মোড় ও নেভাল মোড় থেকে সিআরবিগামী রাস্তায় যানবাহন চলাচল বন্ধ থাকবে।

পহেলা বৈশাখের দিন পতেঙ্গা বাটারফ্লাই পার্ক মোড় থেকে নেভাল গেইট, ওয়েস্ট পয়েন্ট হয়ে সমুদ্র সৈকত ও কাঠগড় থেকে ওয়েস্ট পয়েন্ট হয়ে সমুদ্র সৈকতে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না।

এছাড়া ৪১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিস থেকে সমুদ্র সৈকত এবং সি-বিচ বাইপাস রোড থেকে ফৌজদারহাটগামী সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে বলে মহানগর পুলিশ জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে।

গত ৮ এপ্রিল পহেলা বৈশাখ উদযাপন অনুষ্ঠানের আয়োজকদের সঙ্গে এক বৈঠক শেষে চট্টগ্রামের পুলিশ কমিশনার মাহাবুববর রহমান সাংবাদিকদের বলেন, ডিসি হিল, সিআরবি ও পতেঙ্গা সমুদ্র সৈকতের অনুষ্ঠানস্থলে সকল দর্শকদের প্রবেশ করতে হবে পুলিশি তল্লাশি ও আর্চওয়ে পার হয়ে। বৈশাখের অনুষ্ঠানে ব্যাগ বহন বা মুখোশ ব্যবহার করা যাবে না।

পহেলা বৈশাখের অনুষ্ঠান ঘিরে চট্টগাম নগরীতে পাঁচ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। আর জেলার ১৬টি থানা এলাকায় আয়োজিত বৈশাখের অনুষ্ঠানে দায়িত্ব পালন করবে তিন হাজার সদস্য।

চট্টগ্রাম জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উপজেলায় বর্ষবরণের উৎসব ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় সিসি ক্যামেরায় নজরদারি হবে।

এছাড়া সড়ক-মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি চৌকি থাকবে সেদিন। পাশাপাশি কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার স্থাপন করে সার্বক্ষণিক পর্যবেক্ষণের ব্যবস্থা করা হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বর্ষবরণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ