Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এমন ঘটনা যেন আর কারো সাথে না ঘটে : নুসরাত হত্যার বিচারের দাবিতে উত্তাল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৯, ১২:০৬ এএম

ফেনী সোনাগাজী ফাজিল মাদরাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানির আগুন দিয়ে হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে বিভিন্ন্ স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে একের পর এক ধর্ষনের ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু তার সঠিক বিচার না হওয়ায় ধর্ষকেরা পার পেয়ে যাচ্ছে। আজ যদি ধর্ষকের সঠিক বিচার করা হতো তাহলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হতো না। তাই মানুষরূপী নিকৃষ্টদের কঠিন বিচার করতে হবে। অন্যাথায় এদের অপরাধ মওকুফ হলে অন্যরা অপরাধ করতে দ্বিধাবোধ করবে না। নুসরাতকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের নিশ্চিত করতে হবে। শুধু নুসরাত নয়, এমন ঘটনা যাতে অন্য কারো সাথেও না ঘটে। বক্তারা আরো বলেন, ফেনীকে আগুনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে। আমরা এ ঘটনার বিচার চাই। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্য নিয়ে এ প্রতিবেদন :
স্টাফ রিপোর্টার জানান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা শাহ আতাউল্লাহ হাফেজ্জী, মহাসচিব মাওলানা হাবিবুল¬াহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী ও সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন এক যুক্ত বিবৃতিতে নুসরাত হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছন।বিবৃতিতে তারা বলেছেন, মাদারসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানী ও নিষ্ঠুর ভাবে অগ্নিদগ্ধ করে হত্যার ঘটনা পৃথিবীর সকল বর্বরতাকে হার মানিয়েছে। এ পাশবিক হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
এদিকে, বাংলাদেশ জনসেবা আন্দোলনের চেয়ারম্যান মুফতি ফখরুল ইসলাম ও মহাসচিব ইয়ামীন হুসাইন আজমী মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফির মৃত্যুতে গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করে বলেছেন, কোন আলেম দ্বারা মাদরাসা ছাত্রীকে যৌন হয়রানী করা, সন্ত্রাসী দিয়ে হুমকি দেয়া, আগুন লাগিয়ে হত্যা করা কোনভাবেই সম্ভব নয়। নেতৃদ্বয় বলেন, সিরাজ উদ দৌলা আলেম নয়, আলেম নামে কলঙ্ক। আমরা সিরাজ উদ দৌলার ফাঁসি এবং এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদানের জোর দাবি জানাচ্ছি।
বিশ^বিদ্যালয় রিপোর্টার জানান, দোষীদের শাস্তির দাবিতে ঢাকা বিশ^বিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠন। গতকাল বৃহস্পতিবার দুপুরে পৃথক পৃথকভাবে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে তারা। শিক্ষার্থীরা অবিলম্বে এ ঘটনার মূলহোতা মাদরাসার অধ্যক্ষ সিরাজুদ্দৌলাসহ অভিযুক্তদের ফাঁসি দাবি করেন। এসময় দাবি আদায়ে কঠোর কর্মসূচিতে যাওয়ারও হুঁশিয়ারি দেন তারা।
দুপুর ১২টায় সন্ত্রাস বিরোধী রাজু স্মারক ভাস্কর্যের সামনে মানববন্ধন করে ঢাকা বিশ^দ্যিালয় স্টুডেন্ট এসোসিয়েশন অব ফেনী (ডুসাফ)। এরপর সংগঠনটি ক্যাম্পাসে পদযাত্রা করে। ডুসাফের সভাপতি এবং ডাকসুর স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরীর সভাপতি ও সাধারণ সম্পাদক ফখরুল শামীমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ডুসাফের সাবেক সভাপতি ফোরকান মাহমুদ, ছাত্র ইউনিয়নের বিশ^বিদ্যালয় শাখার সভাপতি ফয়েজ উল্লাহ, ঢাবি সাংবাদিক সমিতির কার্যনির্বাহী সম্পাদক মুনির হোসেন প্রমূখ।
এর আগে সকাল ১১টার দিকে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’। এতে বক্তব্য রাখেন ডাকসু ভিপি নুরুল হক নুর, সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহŸায়ক হাসান আল মামুন, যুগ্ম আহŸায়ক রাশেদ খান, ফারুক হাসান প্রমুখ। এসময় নুরুল হক নুর বলেন, অতি দ্রæত নুসরাত হত্যা সুষ্ঠু বিচারের মাধ্যমে সুরাহা করতে হবে। যদি সেটা করতে রাষ্ট্র ব্যর্থ হয়, তাহলে আন্দোলনকারীদের সংখ্যা বড় হলে রক্ষা হবে না।
খুলনা ব্যুরো জানায়, শ্লীলতাহানির প্রতিবাদ করায় গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে দেয়া মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকারীদের ফাঁসি দাবিতে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মহানগরের শিববাড়ি মোড়ে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে খুলনার সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন- তামান্না ফেরদৌস শিখা, আরিফুল ইসলাম, জুবাইয়া নওশিন, আরিফ-বিন-জহুর, তামিম, তারিক বিন আনাম প্রমুখ। এ সময় শিক্ষার্থীরা বলেন, নুসরাত হত্যার বিচার চাই, অধ্যক্ষসহ জড়িতদের ফাঁসি চাই, এখন হারকিউলিস কোথায়?
জামালপুর জেলা সংবাদদাতা জানান, ফেনীর সোনাগাজীতে অগ্নিদগ্ধ মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকারীদের ফাঁসির দাবিতে গতকাল বৃহস্পতিবার জামালপুর পৌরসভাস্থ বেলটিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন প্রধান সড়কে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন জামালপুর সদর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন জামালপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও শরিফপুর আলিম মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ ওমর ফারুক এর সার্বিক তত্ত¡¡াবধান ও পরিচালনায় প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে কুটামনি আলহাজ আজিম উদ্দিন দাখিল মাদরাসার সুপার ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন জামালপুর সদর উপজেলা শাখার সহ-সভাপতি আলহাজ আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন জামালপুর জেলা শাখার সহ-সভাপতি মো: রেজাউল করিম বাবুল, সাধারণ সম্পাদক এস.এম. আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক ও জামালপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মসিউর রহমান, সদস্য ও বেলটিয়া কামিল মাদ্রাসার প্রভাষক শারমিন আক্তার, শিক্ষক কর্মচারী ঐক্যফ্রন্ট জামালপুর জেলা শাখার সভাপতি মো: নওশের আলী, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন জামালপুর সদর উপজেলা শাখার অর্থ সম্পাদক এম.এ. জলিল তারা প্রমুখ। মানববন্ধনে জমিয়াতুল মোর্দারেছীন সদর উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ, শিক্ষক কর্মচারীগণ ও ৯টি আলিম মাদরাসার পরীক্ষার্থী ছাড়াও মাদরাসার সকল ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে বাইপাসে লাকসাম মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় উপস্থিত ছিলেন, লাকসাম মাইলস্টোন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম হেলালী, উপদেষ্টা আবদুর রব মজুঃ, পরিচালক মো. জামাল হোসেন, প্রিন্সিপাল মো. রমিজ উদ্দিন, উপাধক্ষ্য সাংবাদিক এম আক্তার মুকুল, সিনিয়র শিক্ষক আবদুল কাইয়ুম, আলী আজগর, মনির হোসেন, রবিউল হোসেন সবুজ, কবির হোসেন, আসিফ, শিক্ষার্থী লিজা আক্তার, মাহমুদা আক্তার, আনোয়ারা আক্তার নিশী, জিহাদ, মুন্নাসহ অত্র স্কুলের সকল শিক্ষার্থীবৃন্দ।
শাবি সংবাদদাতা জানান, নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কুবি সংবাদদাতা জানান, নুসরাত জাহান রাফি’র হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ^বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ মানববন্ধন করে শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয়ে ১১তম ব্যাচের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, ‹স্বাধীনতার এত বছর পরে যদি আমরা এখানে বিচারের দাবি নিয়ে দাড়াতে হয় তাহলে কি মূল্য এই স্বাধীনতার। বিশ্ববিদ্যালয়ে ৭ম ব্যাচের মাজহারুল ইসলাম হানিফ বলেন, বাংলদেশের প্রত্যকটি বাবা-মা তাদের মেয়েদের নিয়ে সঙ্কিত। আজ কোথাও আমাদের বোনেরা নিরাপদ নয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নুসরাত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ