Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বি-৫২ বম্বার ভূপাতিতের দাবি

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

আফগানিস্তানে তালেবানরা যুক্তরাষ্ট্রের একটি বি-৫২ হেভি বম্বার বিমান গুলি করে ভূপাতিত করার দাবি করেছে। সিরিয়ার মুরাসেলন সংবাদ মাধ্যম এই তথ্য দিয়েছে। বুধবার সকালে দক্ষিণ আফগানিস্তানের শাওরাব বিমান ঘাঁটি থেকে বিমানটি যখন উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল তখন এই ঘটনা ঘটে বলে জানা গেছে। তালেবানের এক মুখপাত্রকে উদ্ধৃত করে বলা হয়, ইসলামি আমিরাতের মুজাহিদরা আজ সকালে হেলমন্দ প্রদেশের ওয়াসির জেলার লার এলাকায় যুক্তরাষ্ট্রের একটি বি-৫২ বিমানকে ভারি অস্ত্র দিয়ে টার্গেট করে। গোলার আঘাত লাগার ফলে বি-৫২ বিমানটি বিধ্বস্ত হয় এবং এর সকল ক্রু নিহত হয় বলে উল্লেখ করা হয়। এ ব্যাপারে আফগান সরকার বা যুক্তরাষ্ট্রের কাছ থেকে এখনো কোন মন্তব্য পাওয়া যায়নি। ৮ এপ্রিল উত্তর-পূর্ব আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটির কাছে একটি গাড়ি বোমা হামলায় তিন মার্কিন সেনা নিহত হয়। এই হামলার দায়ও স্বীকার করে তালেবানরা। আফগানিস্তানে গৃহযুদ্ধের মধ্যে ১৯৯৬ সালে তালেবানের উত্থান ঘটে। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত গ্রুপটি আফগানিস্তানের ক্ষমতায় ছিলো। এই সময়ে তারা দেশটিতে ইসলামিক শরিয়া আইন প্রবর্তন করে। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বি-৫২ বম্বার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ