রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শরীয়তপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করেছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মোঃ এমদাদুল হক খানের নেতৃত্বে জাজিরা উপজেলার মহর আলী সিকদার কান্দি গ্রামে সুমন সিকদার এর বাড়িতে অভিযান চালায়। এ সময় অনুসন্ধান করে সুমন সিকদার এর মায়ের লাকড়ি ঘরের মেজের মাটির নিচ থেকে একটি বিদেশী দুধের পটে পলিথিন মুড়িয়ে রাখা ৪ প্যাকেট ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের লোক জনের উপস্থিতি টের পেয়ে সুমন পালিয়ে যায়।
অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মোঃ এমদাদুল হক খান, উপ-পরিদর্শক অপূর্ব বিশ্বাস, সিপাহী হাসান আল মামুন ও মোঃ শরিফ হোসেন।
এ ব্যাপারে পরিদর্শক মোঃ এমদাদুল হক খান বাদী হয়ে জাজিরা থানায় একটি মামলা দায়ের করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।