Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিজিবি সদস্যরা উদ্ধার করল ২ কোটি ৮০ লাখ টাকার ইয়াবা

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২০, ৩:৪৮ পিএম

২৯ জুলাই কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) 'র রেজুআমতলী বিওপি’র টহল দলের সদস্যরা ২ কোটি ৮০ লাখ টাকার ইয়াবা উদ্ধার করে।

বিজিবি জানায় বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউপি’র দক্ষিণ রেজুআমতলী মসজিদের পার্শ্বে পাহাড়ের ঢালুতে অবস্থান গ্রহণ করে।

বুধবার ভোর রাতে ৪ জন চোরাকারবারী পাহাড়ী এলাকা দিয়ে মায়ানমার হতে বাংলাদেশের দিকে আসতে থাকে এবং বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা দৌড়ে পাহাড়ী জঙ্গলের ভিতরে পালানোর চেষ্টা করে।
তৎক্ষণাৎ বিজিবি টহল দল চোরাকারবারীদের লক্ষ্য করে ০২ (দুই) রাউন্ড ফায়ার করে। উক্ত এলাকা পাহাড়ী এবং গহিন জঙ্গল হওয়ায় চোরাকারবারীগণ তাদের সাথে থাকা ব্যাগ ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে টহল দল উক্ত স্থান হতে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ৮০ (আশি হাজার) পীস বার্মিজ ইয়াবা উদ্ধার করে। যার বাজার মূল্য-২ কোটি ৪০ লাখ (দুই কোটি চল্লিশ লক্ষ) টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবা উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ