Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজপানুয়া দাখিল মাদরাসার সাফল্য

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

প্রতি বছরের ন্যায় ২০১৮ সালের ইবতেদায়ী বৃত্তিতেও ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে ছাগলনাইয়ার নিজপানুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা। এ বছর ইবতেদায়ীর ৫ম শ্রেণিতে ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৭ জন জিপিএ-৫ সহ শতভাগ পাশের সাফল্য অর্জন করেছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত ইবতেদায়ী ফলাফলে ৭ জন ট্যালেন্টপুল ও ৪ জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত হয়। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা হচ্ছে, মোহাম্মদ আবদুল্লাহ আল জোবায়ের, আবদুল আহাদ মাহি, মোঃ মাঈন উদ্দিন অপু, মোঃ ইরফান আহসান মজুমদার, মোঃ মিনহাজুল আরফিন, শারমিন সুলতানা, সুমাইয়া আক্তার রেহানা। সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা হচ্ছে, মোঃ ইস্রাফিল আকিব, মোঃ রায়হান চৌধুরী, লুৎফুন নাহার রাফিয়া, সানজিদা হক। মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ ইউনুছ জানান, ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল মান্নান মজুমদার ও সদস্য বেলায়েত হোসেন মান্না, প্রতিষ্ঠাতা সদস্য আবদুল হাফিসসহ ম্যানেজিং কমিটির যথাযথ তদারকি, শিক্ষকদের সূচারু পাঠদান ও শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমের কারণে এরূপ ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ