Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

নুসরাতের মৃত্যুতে জাবি উপাচার্যের শোক এবং ক্ষোভ প্রকাশ

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৯, ৬:২৫ পিএম

ফেনীর সোনাগাজীতে অগ্নিদগ্ধ মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।

উপাচার্য একই সঙ্গে নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ থেকে পাঠানো এক শোকবার্তায় উপাচার্য বলেন, নুসরাতকে অগ্নিদগ্ধ করে হত্যার প্রচেষ্টা এক ঘৃণ্য এবং অন্যায় আচরণ। এ ঘটনায় অপরাধীদের চরম শাস্তি প্রাপ্য। আমি তার হত্যার সঙ্গে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

উপাচার্য নুসরাতের প্রতিবাদী এবং সাহসী মনোভাবের প্রশংসা করেন। উপাচার্য নুসরাতের আত্মার শান্তি কামনা করে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ