Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

বাঁশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ নৌদস্যু নিহত

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৯, ৩:৪৯ পিএম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে এক নৌদস্যু নিহত হয়েছে। র‌্যাব জানায় বৃহস্পতিবার ভোরে উপজেলার ছোট ছনুয়া এলাকার চেমটখালীতে র‌্যাবের টহল দলের সঙ্গে গোলাগুলিতে দেলোয়ার হোসেন (৩২) নামের এক দস্যু মারা যায়। র‌্যাব-৭ এর এএসপি মাশকুর রহমান জানিয়েছেন ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি বন্দুক ও ১৪৫টি গুলি উদ্ধার করা হয়।
তিনি বলেন, র‌্যাব-৭ এর দলটি চেমটখালীতে নিয়মিত টহলে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা দস্যুরা গুলি ছুড়লে র‌্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলি থামার স্থানীয়দের সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তার নাম দেলোয়ার হোসেন বলে জানা যায়। দেলোয়ারের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, দস্যুতাসহ মোট ছয়টি মামলা রয়েছে বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্দুকযুদ্ধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ