বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টেকনাফ পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আবুল কাশেম (৩২) নামের একজন ইয়াবা কারবারি নিহত হয়েছে।বৃহস্পতিবার (১১ এপ্রিল) ভোর রাত ৪টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়া পাড়া পাহাড়ে এ ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম (৩২) ওই এলাকার আনু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ইয়াবা কারবারের অভিযোগে ছয়টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, গভীর রাতে টেকনাফ মডেল থানা পুলিশ হোয়াইক্যং আবুল কাশেমকে নিয়ে পশ্চিম সাতঘরিয়া পাড়া পাহাড়ে অস্ত্র ও মাদক উদ্ধার অভিযানে যায়। এসময় ইয়াবা কারবারীদের সাথে গুলাগুলি হয়।
গোলাগুলি থামলে পুলিশ ঘটনাস্থল তল্লাশী করে ২টি দেশীয় তৈরি এলজি, ৯ রাউন্ড তাজা কার্তুজ, ৩ হাজার ৪শ ইয়াবাসহ গুলিবিদ্ধ কাশেমকে উদ্ধার করে পুলিশ। তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে কাশেম মারা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।