Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পতাকার পরিবর্তন চায় ৬৪ ভাগ অস্ট্রেলীয়

প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অস্ট্রেলিয়ার জনগণের ৬৪ ভাগই জাতীয় পতাকার পরিবর্তন চান। নয়া এক জরিপে এই পরিসংখ্যান উঠে এসেছে। বিবিসি বলছে, জরিপে অংশগ্রহণকারীদের বর্তমান জাতীয় পতাকা পরিবর্তনের জন্য ছয়টি নকশা দেখানো হয়। এগুলোর মধ্যে ব্রেট মক্সির করা সাউদার্ন হরাইজন নামের নকশাটিকে অধিকাংশ মানুষ পছন্দ করেছেন। ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির বেনজামিন জোনস বলেন, নিউজিল্যান্ডের পতাকা পরিবর্তনে গণভোট এই জরিপের প্রেরণা জুগিয়েছে। তিনি বলেন, সাউদার্ন হরাইজন নামের নকশা এবং নিউজিল্যান্ডে জয়ী হওয়া পতাকার নকশা, উভয়টিতেই বর্তমান পতাকার কিছু উপাদান রাখা হয়েছে তবে ব্রিটেনের জাতীয় পতাকাকে (ইউনিয়ন জ্যাক) বাদ দেয়া হয়েছে। অস্ট্রেলিয়া প্রজাতন্ত্রে রূপ নেবে কিনা এই বিষয়টি নিয়ে যখন নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে ঠিক তখনই জরিপটি করা হল। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পতাকার পরিবর্তন চায় ৬৪ ভাগ অস্ট্রেলীয়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ