মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন দ্য গ্রেট রিটার্ন অব মার্চে ‘মরণঘাতী’ গ্যাসবোমা নিক্ষেপ করেছে ইসরাইলি নিরাপত্তা বাহিনী। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম । নিজেদের মাতৃভূমির দখল ঠেকাতে বিক্ষোভে নামলে ১৯৭৬ সালের ৩০ মার্চ ছয় ফিলিস্তিনিকে গুলি চালিয়ে হত্যা করে ইসরাইলি সেনারা। তারপর থেকে প্রতিবছর ৩০ মার্চ ‘ভূমি দিবস’ পালন করে আসছেন ফিলিস্তিনিরা। এই বছর গ্রেট রিটার্ন অব মার্চ নামে ৩০ মার্চ থেকে ছয় সপ্তাহের বিক্ষোভ শুরু করলে ইসরাইলি সেনারা নির্বিচারে গুলি চালায়। এবারের বিক্ষোভে শত শত মানুষ নিহত হলে প্রতি শুক্রবার বিক্ষোভ অব্যাহত রেখেছেন ফিলিস্তিনিরা। গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরা বলেন, ‘ইসরাইলি দখলদারি বাহিনী বেসামরিকদের ওপর মরণঘাতী পদক্ষেপ নেওয়ায় ২৭১ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ১৬ হাজার ৫০০ জন। তিনি বলেন, ইসরাইলি বাহিনী তাজা গুলি ব্যবহার করেছে। নিক্ষেপ করেছে বিষাক্ত গ্যাসবোমা। তাদের এই পদক্ষেপ পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মিডলইস্ট মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।