নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
দারুণ পারফরমেন্স দেখিয়ে পপুলার লাইফ ইন্স্যুরেন্স উন্মুক্ত নারী ভলিবল প্রতিযোগিতার শিরোপা জিতে নিলো বাংলাদেশ আনসার। বুধবার বিকেলে শহীদ নুর হোসেন ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আনসার ৩-০ সেটে ওয়ারী ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এর আগে স্থান নির্ধারনী ম্যাচে পুলিশ ৩-১ সেটে ঢাকা বিশ্ববিদ্যালকে হারিয়ে তৃতীয় হয়। টুর্নামেন্টে সেরা অ্যাটাকার ওয়ারী ক্লাবের কেয়া, সেরা ডিফেন্ডার আনসারের সোহেলী এবং সেরা সেটার নির্বাচিত হন পুলিশের কাজলী। ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এ সময় পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আলমগীর ফিরোজ, ভলিবাল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফজলে রাব্বি বাবুল ও আনসারের ক্রীড়া অফিসার রায়হান ফকির উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।