Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

চতুর্থ আন্তর্জাতিক ফোকলোর সম্মেলন হচ্ছে ঝিনাইদহে

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৯, ৩:১৬ পিএম

চতুর্থ আন্তর্জাতিক ফোকলোর সম্মেলনের আয়োজক হতে যাচ্ছে ঝিনাইদহ। দুইদিন ব্যাপী এই আন্তর্জাতিক ফোকলোর সম্মেলন শহরের জোহান ড্রিম ভ্যালিতে ১২ এপ্রিল শুক্রবার থেকে শুরু হবে। বাংলাদেশসহ পৃথিবীর ৫টি দেশ এই সম্মেলনে অংশ গ্রহণ করছে। এ উপলক্ষ্যে বুধবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ আন্তর্জাতিক ফোকলোর সম্মেলনের বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। এ সময় ডিডি এলজি সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ছাদেকুর রহমান ও সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মি ইসলাম উপস্থিত ছিলেন। সম্মেলনে আমেরিকা, ভারত, শ্রীলংকা, সোমালিয়া ও বাংলাদেশ অংশ গ্রহন করছে। শুক্রবার আন্তর্জাতিক ফোকলোর সম্মেলনের উদ্বোধন করবেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর গবেষনা কেন্দ্র, কলকাতার লৌকিক, ইসলামী ভার্সিটির ফোকলোর বিভাগ, ঝিনাইদহ জেলা প্রশাসন ও পৌরসভা আয়োজক হিসেবে কাজ করছে। আগামী ১৩ এপ্রিল শনিবার ইসলামী বিশ্ববিদ্যালয় ও একই দিনে সন্ধ্যায় ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্টের মুক্ত মঞ্চে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফোকলোর সম্মেলন শেষ হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ