Inqilab Logo

মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ডি-লিট ডিগ্রি পেলেন জাবির সাবেক শিক্ষার্থী

জাবি সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

ফোকলোর চর্চায় বিশেষ অবদানের জন্য ডি-লিট ডিগ্রি পেলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী ড. মাসুদ রেজা। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা অবস্থায় তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।
জানা যায়, ভারতের বিদ্যাসাগার বিশ্ববিদ্যালয়ের ‘বোর্ড অব রিসার্চ স্টাডিজ’ এর ১১তম সভায় ড. মাসুদ রেজাকে ডক্টর অব লিটারেচার (ডি-লিট) ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে। ড. রেজার গবেষণার বিষয় ছিল ‘আর্থ সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট বিবেচনায় কতিপয় নৃতাত্তি্বক লোকশিল্পের মাঠসমীক্ষা: বৃহত্তর ফরিদপুর অঞ্চল’।
ড. মাসুদ রেজা জানান, ‘তিনি দীর্ঘ পঞ্চাশ বছর ধরে বাংলাদেশের স্থানীয় ইতিহাস, লোকসংস্কৃতি, লোক-ঐতিহ্য দেশে ও আন্তর্জাতিক পরিমন্ডলে তুলে ধরতে কাজ করে যাচ্ছেন। এছাড়াও তিনি বাংলাদেশের চলচ্চিত্র ও বাউল ও মরমী সাধকদের নিয়ে কাজ করেছেন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফোকলোর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ