Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পীরের কথায় নয় কুরআনের আলোকে জীবন গড়ার আহ্বান চরমোনাই পীরের

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৯, ১১:৪০ এএম

শুধুমাত্র পীর মুর্শিদের নির্দেশে বা কথায় নয়, সেটির সাথে পবিত্র আল কুরআন ও ইসলামের দিক নির্দেশনার মিল খুঁজে নিয়ে সঠিক রাস্তা বেছে জীবন গড়ে সৃষ্টিকর্তার ইবাদতে মশগুল থাকতে মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানিয়েছেন দেশ বরেণ্য আলেম, চরমোনাই পীর আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহা: রেজাউল করীম।

মঙ্গলবার রাতে ফরিদপুর শহরের মহিম ইনিষ্টিটিউশনের মাঠে বাংলাদেশ মুজাহিদীন কমিটি, ফরিদপুর কোতয়ালী শাখার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির এর প্রধান অতিথি হিসেবে ওয়াজকালে এ আহ্বান জানান তিনি।

এসময় তিনি বলেন, দিনে দিনে ইসলামে বিভক্তি বাড়বে, কেয়ামতের আগে ৭১ ভাগে বিভক্ত হবে ইসলামে নামে নেতৃত্ব, যাদের সবাই আল্লাহ ও তার নবীর প্রতি ঈমানী থাকবে। এদের মধ্যে ৭০ ভাগই দোজখে যাবে, সুতারাং পীর মুর্শিদের কথায় নয় বা চরমোনাই, জাকের মঞ্জিল, চন্দ্রপাড়া, দেওয়ানবাগী কি বললো তাতেই নির্ভর না করে সে কথা বা নির্দেশনার সাথে পবিত্র কুরআন সুন্নাহ’র কতটা মিল আছে সেটার সম্মিলন ঘটিয়ে কুরআনের আলোকে জীবন গড়তে হবে।

ইসলামের সমালোচনাকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, না জেনে কুরআন বা ইসলামের সমালোচনা নয়, জেনে শুনে বুঝে তারপর ইসলাম নিয়ে কথা বলুন। ইসলাম শান্তির ধর্ম, যা এখন বিশ্বের অনেক দেশের প্রধানরাই স্বীকার করছেন।

মাহফিলে কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ সমবেত হন। চরমোনাই পীর ছাড়াও ওয়াজ মাহফিলে ওলামায়ে কেরামগণ তাশরিফ আনেন। সবশেষে বিশ্ব ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়।



 

Show all comments
  • jahid bin iqbal ১০ এপ্রিল, ২০১৯, ১২:০৩ পিএম says : 0
    চরমনাইর পির হলো একজন খাঁটি আল্লাহর অলি । আল্লাহ তাকে নেক হায়াত দান করুক।
    Total Reply(0) Reply
  • Muyedkhan ১০ এপ্রিল, ২০১৯, ১০:০৩ পিএম says : 0
    আল্লাহ এমন খাঁট‌ি বান্দাদ‌ের পদচারনা আমাদ‌ের ফর‌িদপুর‌ে বেশ‌ি কর‌ে আশার তৌফিক দান করুন ,আম‌িন।
    Total Reply(0) Reply
  • মো: ফরহাদ হোসেনন ১৮ এপ্রিল, ২০১৯, ১২:৩৭ এএম says : 0
    আমি পীর দেখেছি, কিন্তু এমন দেখিনি। আমার ভূল হলে আমাকে প্রত্যাখ্যান করবেন এ কথা বলা পীর খুব কম,, পীর নামে ব্যবসা করে ভণ্ডামি করে, কিন্তু এই আল্লাহর ওলী, যিনি পেটের পুজা করেন না। আল্লাহ উনাকে নেক হায়াত দান করুক।।। আমি এই কথা গুলো বলায় আর হকের পথে চলার কারনে উনাকে অনেক ভালোবাসি।
    Total Reply(0) Reply
  • আহাদ হোসাইন ২১ এপ্রিল, ২০১৯, ৮:১২ এএম says : 0
    মাশাআল্লাহ, এরকম আল্লাহর অলী পাওয়া যায় কম, একেই কোরআন সুন্নার আলোকে পীর বলে, আল্লাহ হুজুরকে দীর্ঘায়ু দান করুন। আমিন
    Total Reply(0) Reply
  • সোহরাব হোসেন ৩১ মে, ২০১৯, ৪:১৫ পিএম says : 0
    আল্লাহ উত্তম প্রতিদান দিন। আল কোরআন ও সুন্নতে রাসুল ইসলামের মূল ভিত্তি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চরমোনাই পীর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ