Inqilab Logo

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

দেশ আজ ধ্বংসের মুখে নোয়াখালীতে চরমোনাই পীর

সোনাইমুড়ী (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

দেশের অবস্থা ভয়াবহ, দেশ আজ ধ্বংসের মুখে। সরকার মুসলমানদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। সরকারের গোয়েন্দা সংস্থা ইসলামী আন্দোলনের নেতা কর্মিদের বিরুদ্ধে কোন ধরনের ত্রুটি খুঁজে পায়নি। তারা ত্রুটি খুঁজে ইসলামী ছাত্র আন্দোলনকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। শুক্রবার বিকেলে নোয়াখালী জেলা উত্তর ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কর্মিদেরকে সাহাবাদের অনুসরণ করতে হবে। ইসলামী আদর্শ বিলীন করে ইসলামী আন্দোলন সফল করা সম্ভব নয়। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল করীম আকরাম। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নোয়াখালী জেলা উত্তর সভাপতি মুহাম্মাদ আবদুল ওহাবের সভাপতিত্বে জিএম মাহমুদুল হাসান হামিদীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা সভাপতি মাওলানা হাফেজ নজির আহমদ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম নোয়াখালী জেলা উত্তরের নতুন কমিটি ঘোষণা করেন। কমিটির সভাপতি ইব্রাহিম খলিল, সহ-সভাপতি জিএম মাহমুদুল হাসান হামিদী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান। এরপর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) সোনাইমুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ৩ দিনব্যাপী ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন। মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই সাহেবজাদা মুফতি সৈয়দ ইসহাক মুহাম্মাদ আবুল খায়েরসহ অতিথিবৃন্দ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চরমোনাই পীর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ