বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে মো: আনোয়ার হোসেন মঙ্গলবার যোগদান করেছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো: আজাদ মিয়া জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে জিএমপি’র নতুন পুলিশ কমিশনার হিসেবে মো: আনোয়ার হোসেন যোগদান করেছেন। এসময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো: আজাদ মিয়া, উপ-পুলিশ কমিশনার (সদর) কে এম আরিফুল হক, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মোহাম্মদ শরীফুর রহমান সহ জিএমপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন পুলিশ কমিশানার মো: আনোয়ার হোসেন ১৯৯৮ সালে পুলিশে যোগদান করেন। আনোয়ার হোসেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের দেওয়াটি গ্রামের মো: আশরাফ হোসেন মঞ্জু মিয়ার ছেলে। তার পিতা একজন শিক্ষক।
মো: আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম (বার) এর আগে পুলিশ অধিদপ্তরে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে কর্মরত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জনকারী মো: আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম (বার) জাতিসংঘ মিশনসহ বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে চলেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।