Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাহফে নির্বাচন ২৪ এপ্রিল!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৯, ৮:৩৭ পিএম

স্থগিত হওয়া বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ হতে পারে আগামী ২৪ এপ্রিল। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) বিশ্বস্ত একটি সূত্র জানায়, বৃহস্পতিবারের মধ্যে পুনঃ তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। গতকাল কমিশন সভা করে ২৫ এপ্রিলের মধ্যে নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। তাই ২৪ এপ্রিল ভোটের দিনক্ষণ ঠিক রেখে ঘোষণা হতে পারে নির্বাচনের পুনঃতফসিল।

গত ৮ এপ্রিল বাহফে’র নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। ৪ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্বাচন স্থগিত করে এনএসসি। মূলত আদালতের স্থগিতাদেশের ফলে নির্বাচন স্থগিত রাখে নির্বাচন কমিশন। প্রথম বিভাগের ক্লাব শিশু-কিশোর সংঘের কাউন্সিলর তারেক আহমেদ আদেলের বৈধতা নিয়ে একই সংগঠনের মো: সিকান্দার হায়াত আদালতে রিট করেন। আদালত ওই কাউন্সিলরকে বাদ দেয়ার নির্দেশ দিলেও এনএসসি পুরো নির্বাচন প্রক্রিয়াই স্থগিত ঘোষণা করে।

এনএসসি ভোটার তালিকা থেকে তারেক আহমেদ আদেলের নাম বাদ দিয়েই পুনরায় শুরু করতে যাচ্ছে বাহফে নির্বাচন প্রক্রিয়া। মনোনয়নপত্র জমা দেয়া থেকে বাকি কার্যক্রম অন্তর্ভুক্ত কওে ঘোষণা করা হবে পুনঃতফসিল। জানা গেছে, ১৭ বা ১৮ এপ্রিল মনোনয়নপত্র জমার দিন ধার্য হতে পারে।

তারেক আদেলের নাম বাদ পড়ায় বাহফে নির্বাচনে এখন ভোটার থাকছেন ৮৪ জন। মোট ৮৬ ভোটারের মধ্যে সর্বশেষ নির্বাচিত সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ বেঁচে নেই। আপত্তিতে বাদ পড়েছেন রংপুর বিভাগের ভোটারও



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হকি ফেডারেশন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ