Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হালদায় মারা গেল ৮ কেজি ওজনের মৃগেল

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৯, ৪:৩০ পিএম

হালদা নদীতে ভেসে উঠলো আট কেজি ওজনের মা মাছ। মৃগেল প্রজাতির এ মাছটি ইঞ্জিনচালিত বোটের আঘাতে মারা গেছে বলে জানিয়েছেন হালদা বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর মঞ্জুরুল কিবরিয়া। তিনি বলেন, মৃগেল মাছটির পেট ভরা ডিম। মাছের ঘাড়ের অংশ থেঁতলানো। ধারণা করা হচ্ছে, রাতে যেকোন সময় ইঞ্জিন চালিত বোটের আঘাতে মাছটি মারা যায়। দুপুর নাগাদ সেটি হাটহাজারী খলিফাঘোনা পয়েন্টে ভেসে উঠে।
স্থানীয়রা মাছটি দেখে তাকে খবর দেন জানিয়ে তিনি বলেন, পরে মাছটি উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, এ ঘটনা প্রমাণ করে হালদার মা মাছেরা এখনও নিরাপদ নয়। আর দেরি না করে হালদাকে পরিবেশগতভাবে বিপদাপন্ন এলাকা ঘোষণা করে মা মাছ সুরক্ষায় পদক্ষেপ নেয়া জরুরী বলে মন্তব্য করেন। এখন ডিম ছাড়ার সময় আর এ কারণে নদীতে মা মাছের আনাগোনা বেড়েছে। এ অবস্থায় ইঞ্জিন চালিত বোট বন্ধ রাখারও পরামর্শ দেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হালদা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ