Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মায়ানমারে গণতান্ত্রিক উত্তরণ জনগণের বিজয় : থেইন সেইন

প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মায়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন গতকাল বৃহস্পতিবার মায়ানমারের গণতান্ত্রিক উত্তরণকে দেশটির জনগণের বিজয় হিসেবে অভিহিত করেছেন। বৃহস্পতিবার অং সান সু চি’র নেতৃত্বাধীন গণতান্ত্রিকপন্থী দলের কাছে পার্লামেন্টের দায়িত্ব হস্তান্তরের আগে থেইন দেশটির সেনা-নিয়ন্ত্রিত পার্লামেন্টে দেয়া চূড়ান্ত ভাষণে এ কথা বলেন। তিনি বলেন, আমরা সকল বাধা ও চ্যালেঞ্জ অতিক্রম করে ধীরে ধীরে দেশের শাসন ব্যবস্থায় গণতান্ত্রিক উত্তরণ করতে সক্ষম হয়েছি। এটা মায়ানমারের সকল মানুষের বিজয়। তার এই ভাষণটি টেলিভিশনে সম্প্রচার করা হয়। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মায়ানমারে গণতান্ত্রিক উত্তরণ জনগণের বিজয় : থেইন সেইন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ