Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিনদিনের মধ্যে জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু: আতিকুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৯, ৩:৪৪ পিএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, আগামী তিনদিনের মধ্যেই জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু হবে। ইতোমধ্যে নির্দেশ দিয়েছি। দুই থেকে তিন দিনের মধ্যে জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু করবো। যেসব ড্রেন দিয়ে পানি প্রবাহিত হচ্ছে না, সেগুলো পরিষ্কার করবো।

আজ মঙ্গলবার রাজধানীর আফতাবনগরে ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। মেয়র বলেন, জলাবদ্ধতার কারণে জনগণের ভোগান্তি হচ্ছে। জলাবদ্ধতা নিরসনে কে কাজ করবে, কে করবে না, কোথায় থেকে বাজেট পাব, সেগুলো দেখব না। জলাবদ্ধতা নিরসনে যতটুকু করার তার সর্বোচ্চ করার চেষ্টা করবো।

তিনি বলেন, খালগুলো ভরাট হয়ে আছে, সে কারণে অল্প বৃষ্টিতেই রাস্তা ডুবে যাচ্ছে। সেগুলো উদ্ধারে আমরা সিটি করপোরেশনের পক্ষ থেকে কাজ করবো। পাশাপাশি ওয়াসাকে অনুরোধ করবো তারা যেন জনগণের দুর্ভোগ কমাতে কাজ করে।

মেয়র বলেন, সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। সাধারণ মানুষ চলার পথে ময়লা আবর্জনা রাস্তায় ফেলছেন। সেগুলো গিয়ে ড্রেনে পড়ে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। আমরা বিদেশে গেলে কোথাও ময়লা ফেলি না। সড়কে সিগন্যাল মেনে চলি। কিন্তু দেশে কেন সড়ক পারাপারে নিয়ম মানবো না, কেন যত্রতত্র ময়লা ফেলবো? আমরা যে যার জায়গা থেকে যদি নিজের ঘরের মতো শহরটাকে পরিচ্ছন্ন রাখি, তাহলে আগামী প্রজন্ম একটি সুন্দর শহর পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেয়র আতিকুল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ