Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজার থেকে কুরিয়ারে ইয়াবার চালান, আটক ২

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৯, ১:৩৯ পিএম

কক্সবাজার থেকে রাজশাহীতে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসা বিপুল পরিমাণ ইয়াবা ট্যবলেট আটক করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। আজ সকালে অটোরিক্সা করে ভদ্রা বাসস্ট্যান্ডে নিয়ে যাবার সময় ভদ্রার মোড় থেকে দুই সহোদর আপেল মাহমুদ (৩০) রাশেল মাহমুদ (২৮) নামে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এরা জয়পুরহাটের পাঁচবিবি থানার তাসেফ আলীর ছেলে। তাদের কাছ থেকে ১৯ হাজার ৫১০পিচ ইয়াবাসহ একটি অটো জব্দ করা হয়।

র‌্যাব-৫ জানায়, মঙ্গলবার সকালে এসএ পরিবহন থেকে এই দুই সহোদর ইয়াবার চালান রিসিভি করে নেয়। কক্সবাজার থেকে আসা ইয়াবার চালানটি আসে। এর পর নগরের ভদ্রা মোড়ে অটোতে করে নিয়ে আসা হয়। উদ্দেশ্য ছিল বাসে করে জয়পুরহাটে চালানটি নিয়ে যাবার। এসময় র‌্যার-৫ এর সদস্যরা অটোতে থাকা একটি প্যকেটসহ তাদের গ্রেপ্তার করে।

ঘটনাস্থলেই স্থানীয় কয়েকজনের সামনে ইয়াবাগুলো গোনা হয়। পরে আটককৃতদের ইয়াবাসহ র‌্যাব অফিসে নিয়ে যাওয়া হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে র‌্যাব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবাসহ আটক

৪ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ