Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সাসেক্স না মোহামেডান

প্রকাশের সময় : ২২ মে, ২০১৬, ১২:০০ এএম

শামীম চৌধুরী : সাকিব আল হাসানের সঙ্গে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের প্লেয়ার্স বাই চয়েজের লিস্টে শুরুতে ছিলেন না মুস্তাফিজুর। লীগের সূচীটা বার বার পরিবর্তিত হওয়ায় এবং প্রতিটি ম্যাচে রিজার্ভ ডে বরাদ্দ রাখায় যখন এই দুই ক্রিকেটারের সুযোগ থাকছে চলমান প্রিমিয়ার ডিভিশনে খেলার, তখন ক্লাবগুলোর দাবিতে নির্বাচকরা প্লেয়ার্স বাই চয়েজে সাকিব এবং মুস্তাফিজুরকে প্লেয়ার্স বাই চয়েজের লিস্টে যুক্ত করেছেন। হাতে গোনা মাত্র ক’ম্যাচ খেলতে পারবেন, তা জেনেও আইকন ক্যাটাগরীতে সাকিবকে আবাহনী এবং ‘এ’ প্লাস ক্যাটাগরীতে মুস্তাফিজুরকে কিনেছে মোহামেডান। অথচ কোলকাতা নাইট রাইডার্সের আইপিএল মিশন শেষে আবাহনীর হয়ে দেখা যাবে সাকিবকে, সেখানে মুস্তাফিজুরকে পেতে বিসিবি’র সিদ্ধান্তের দিকে তাকিয়ে মোহামেডান!
সাসেক্সে খেলতে মুস্তাফিজুর চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন আইপিএল মিশনের আগেই। সানরাইজার্স হায়দারাবাদের হয়ে খেলতে ঢাকা ছেড়ে যাওয়ার ৫ দিন পর ২২ লাখ টাকার ক্যাটাগরীতে ঢাকার প্রিমিয়ার ডিভিশনের দল মোহামেডানে ঠিকানা হয়েছে তার প্লেয়ার্স ড্রাফটে। গত মৌসুমে ৫ লাখ টাকায় আবাহনীতে খেলেছেন যে ছেলেটি, এবার তার অংক বেড়ে ২২ লাখ টাকায় দাঁিড়য়েছে! ৮ বছর পর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের শিরোপা পুনরুদ্ধারে মুস্তাফিজুরকে কেন্দ্র করে স্বপ্ন আবর্তিত হচ্ছে মোহামেডানের। আইপিএলের মতো বড় আসরে ৫৫ দিন কাটানো মুস্তাফিজুরকে সাসেক্সে খেলতে অনাপত্তিপত্র দেয়া হবে না, বিসিবি’র পক্ষ থেকে এমন কথা জেনে যাওয়ায় প্রথম পর্বের শেষ ২ রাউন্ড এবং সুপার লীগে মুস্তাফিজুরের সার্ভিস পেতে অপেক্ষার প্রহর গুণছে মোহামেডান।
অথচ, মুস্তাফিজুর ইস্যুতে এখন বাংলাদেশ দলের হেড কোচ হাতুরুসিংহের সিদ্ধান্তই এখন বড় কথা। আগামী বছরে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলবে বলেই ইংলিশ কন্ডিশনের সঙ্গে আগে-ভাগে মানিয়ে নিতে মুস্তাফিজুরকে ইংলিশ কাউন্টির দল সাসেক্সের হয়ে খেলানোর পক্ষপাতী হাতুরুসিংহে। হাতুরুসিংহের প্রেসক্রিপশনকে গুরুত্ব দিয়ে পাকিস্তান সুপার লীগের (পিএসএল) দল ৫০ হাজার ডলারে মুস্তাফিজুরকে কিনেও তার সার্ভিস পায়নি ওই আসরে মুস্তাফিজুরকে বিসিবি অনাপত্তিপত্র (এনওসি) না দেয়ায়। এখন সেই হাতুরুসিংহেই সাসেক্সে মুস্তাফিজুরকে পাঠানোর পক্ষপাতী! আগামী অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড, সাসেক্সে মুস্তাফিজুরকে পাঠালে এই কাটার মাস্টারের কৌশল সম্পর্কে ধারণা পেয়ে যাবে ইংলিশ ক্রিকেটাররা। তারপরও সাসেক্স কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে, চুক্তির বিস্তারিত জেনে মুস্তাফিজুরকে সাসেক্সে পাঠানোর পক্ষেই করছেন ওকালতি হাতুরুসিংহে।
ইংলিশ কাউন্টি লীগের ডিভিশন ‘টু’র ৪ দিনের ম্যাচগুলোর জন্য মুস্তাফিজুরের সাথে চুক্তি হয়নি সাসেক্সের। চুক্তি হয়েছে রয়েল লন্ডন ওয়ানডে কাপ এবং ন্যাটওয়েস্ট টি-২০ বøাস্টের জন্য। সে কারনেই সাসেক্সে মুস্তাফিজুরকে খেলতে এনওসি দিতে আপত্তি নেই বিসিবি’র। এমন অবস্থানের কথাই জানিয়েছেন বিসিবি’র সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজনÑ ‘ইংলিশ কাউন্টি ক্রিকেটে মুস্তাফিজুর খেলবেন, এমন কমিটমেন্ট আছে। বিষয়টি ঢাকার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের দল মোহামেডানও জানে।’ ইংল্যান্ড এন্ড ওয়েলশ ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার প্রয়োজনের বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে বিসিবিকে।
মুস্তাফিজুরকে দলে পেয়ে সাসেক্স অধিনায়ক লুক রাইট এতোটাই খুশি হয়েছেন যে, আইপিএলের পর পর্যাপ্ত বিশ্রাম নিয়ে মুস্তাফিজুর তাদের দলে যোগ দিলেও আপত্তি নেই লুক রাইটের। আগামী ৬ জুন রয়েল লন্ডন ওয়ানডে কাপে সাসেক্সের পরবর্তী ম্যাচ,আর ১ জুন থেকে ন্যাটওয়েস্ট টি-২০ বøাস্টÑশুরু থেকে মুস্তাফিজুরকে না পেলেও আপত্তি নেই সাসেক্স অধিনায়কেরÑ ‘ফিজ (মুস্তাফিজ) অবশ্যই আসছে। সে এখানে কয়টি ম্যাচ খেলতে পারবে তা পরিষ্কার করতে চাইছি। সে একজন তরুণ ক্রিকেটার। নিজের দেশ থেকে সে অনেকদিন দূরে রয়েছে। এমন একটি পরিবেশে ফিজ খেলছে, যেখানকার ভাষাও সে জানে না। সেই সঙ্গে তিনি টানা অনেকগুলো ম্যাচও খেলে ফেলেছে। তাই আমরা তাকে পর্যাপ্ত বিশ্রাম দিতে চাই। যখন সে ফিরে আসবে তখন যেন সেরাটাই দিতে পারে।’
সাসেক্সের অফার মোহামেডানের চেয়ে খুব বেশি নয়। সিসিডিএম’র শর্ত অনুযায়ী মোহামেডানের হয়ে খেললে ম্যাচ প্রতি দেড় লাখ টাকা অন্তত পাবে মুস্তাফিজুর। ঢাকায় বসে খোঁজ-খবর নিতে পারবে পরিবার-পরিজনের, অভ্যস্ত পরিবেশ এবং খাবারের স্বাদ ও পারবে নিতে। চাইলেই আত্মীয়-পরিজনের সঙ্গে দেখা করে সময় কাটাতে পারবেন মুস্তাফিজুর। তবে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ২০১৭’র জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফির চেয়েও আগামী অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের পূর্ণাঙ্গ সিরিজকে গুরুত্ব দিয়ে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে মুস্তাফিজুরকে দেখতে চানÑ ‘সামনে (আগামী অক্টোবরে) ইংল্যান্ডের সাথে হোমে সিরিজ খেলতে হবে। তাই এখন হোমে মুস্তাফিজুরের খেলা উচিৎ।’
শিরোপার স্বপ্ন দেখছে বলেই প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে মুস্তাফিজুরের সার্ভিস চায় মোহামেডান। দলটির ক্রিকেট কমিটির সদস্য জিয়াউর রহমান তপু সে দাবিই তুলতে চানÑ ‘যদি মুস্তাফিজুরকে প্রিমিয়ার ডিভিশনে খেলানো হবে না বলে বিসিবি সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে প্লেয়ার্স বাই চয়েজের লিস্টে তাকে কেন রাখা হলো? আমরা তো লিস্ট দেখে, পেস বোলিং শক্তি বাড়াতে মুস্তাফিজুরকে দলে নিয়েছি। সাকিব যদি আবাহনীর হয়ে খেলেন, তাহলে মুস্তাফিজুরকেও আমাদের দলে খেলার সুযোগ দিতে হবে।’

 



 

Show all comments
  • পাবেল ২২ মে, ২০১৬, ১২:৩৪ পিএম says : 0
    জিয়াউর রহমান তপুর দাবি ঠিক আছে। বিষয়টি আগে স্পষ্ট করা উচিত ছিলো।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাসেক্স না মোহামেডান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ