Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সালাউদ্দিনের চোখে কঠিন চ্যালেঞ্জ

প্রকাশের সময় : ২২ মে, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের প্লে-অফে তাজিকিস্তানের বিপক্ষে ২ ও ৭ জুন অ্যাওয়ে ও হোম ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ম্যাচ দু’টিকে কঠিন চ্যালেঞ্জের চোখেই দেখছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। তাজিক ম্যাচকে সামনে রেখে এখন অনুশীলনে ব্যস্ত লাল-সবুজের ফুটবলাররা। দলের ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফের অধীনে নিজেদের প্রস্তুত করছেন তারা। প্লে-অফ ম্যাচকে উপলক্ষ করে গত ১৭ মে জাতীয় দলের দায়িত্ব নিয়ে ঢাকায় আসলেও এ কয়দিন বাফুফে সভাপতির সঙ্গে আনুষ্ঠানিক দেখা করেননি ক্রুইফ। অবশেষে আসলো সেই মহেন্দ্রক্ষণ। দেখা হলো ডাচ কোচ ও বাফুফে প্রধানের। গতকাল দুপুরে আনুষ্ঠানিক সাক্ষাৎ হলো এ দু’জনার। ডি ক্রুইফ বাফুফে ভবনে কাজী সালাউদ্দিনের সঙ্গে দেখা করে জাতীয় দলের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেন। আলোচনায় উঠে আসে নানা প্রসঙ্গ। সালাউদ্দিন তাজিকিস্তানের বিপক্ষে ম্যাচকে কঠিন চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন। তিনি ডাচ কোচকে এই চ্যালেঞ্জ মোকাবেলা করে জয় তুলে আনার কথা বলেন। আলোচনা শেষে সালাউদ্দিন মিডিয়াকে বলেন, ‘ক্রুইফের সঙ্গে এটা একটা সাধারণ সভা ছিলো। জাতীয় দলের বর্তমান অবস্থা কি জানতে চেয়েছি কোচের কাছে। সে একটা প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছে সংযুক্ত আরব আমিরাত গিয়ে। এই অল্প সময়ে ম্যাচ আয়োজন করা কঠিন ব্যাপার। তারপরও সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ আরব আমিরাত ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। খুব শীঘ্রই জানা যাবে আমরা ম্যাচটা খেলতে পারবো কিনা।’
তিনি যোগ করেন,‘বর্তমানে আমার চিন্তায় শুধুমাত্র তাজিকিস্তানের বিপক্ষে ওই দু’ম্যাচই। আমাদের পূর্ণ মনযোগ তাজিকিস্তান ম্যাচে এরপর ভুটানকে নিয়ে ভাববো আমরা। ক্রুইফকে বলেছি সময় অল্প, চ্যালেঞ্জটা কঠিন। কিন্তু জিততেই হবে।’
কাজী সালাউদ্দিন জানান, চলমান প্রক্রিয়ায় বাফুফের চারটি কমিটি বাদে আগের সব কমিটিই বিলুপ্ত করা হয়েছে। ফিন্যান্স কমিটি,অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটি, পেশাদার লিগ কমিটি ও জাতীয় দল কমিটি আপাতত বহাল থাকবে। আগামী ২০ দিনের মধ্যে বাকি কমিটিগুলো পুনর্গঠিত করা হবে।
বাফুফে সভাপতির সঙ্গে আলোচনা শেষে ডি ক্রুইফ বলেন, ‘সভাপতির সঙ্গে খুবই পজেটিভ আলোচনা হয়েছে। আমরা দু’জনই আবার দেখা করতে পেরে খুব খুশি। দলের বর্তমান পরিস্থিতি নিয়েই কথা হয়েছে আমাদের। আমরা কি করছি, অনুশীলন কেমন চলছে এগুলোই তাকে বলেছি আমি। আমাদের লক্ষ্য কি? সালাউদ্দিন জানতে চেয়েছেন। আমি বলেছি আমাদের জন্য সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাজিকিস্তানের বিপক্ষে ভালো ফল পাওয়া।’ ভালো ফল বলতে কি বুঝাতে চাইছেন? ক্রুইফের উত্তর,‘অ্যাওয়ে ম্যাচে একটা সম্ভাবনা আছে একটা ভালো ফল পাওয়ার। বর্তমানে যে পরিস্থিতি এ অবস্থায় ওই ম্যাচে যদি আমরা ড্র করতে পারি তাহলে খুবই খুশি হবো। আর আমি মনে করি নিজেদের মাঠে আমরা জয়ের জন্যই খেলতে নামবো।’ তিনি আরো বলেন, ‘তাজিকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে হোম ম্যাচটা অনেক ভালো খেলেছি আমরা। কিন্তু অ্যাওয়ে ম্যাচের ফলটা তেমন ভালো ছিলো না। এখন আমরা সামনের ম্যাচগুলোতে ভালো করতে চাই। জাতিকে সম্মান ফিরিয়ে দিতে চাই।’ ক্রুইফ বলেন, ‘তাজিকিস্তান ম্যাচের আগে কোন শক্ত প্রতিপক্ষের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার ইচ্ছা আছে আমার। আমি সভাপতিকে সে কথা বলেছি। যদি এটি সম্ভব নাও হয় খুব একটা সমস্যা হবে না। তবে আমরা আশা করবো গুরুত্বপূর্ণ ওই দু’ম্যাচের আগে কোন শক্তিধর প্রতিপক্ষের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে পারবো।’
হাতে খুব বেশি সময় পাননি ডি ক্রুইফ। তবে এই স্বল্প সময়েই দলের ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে একটা ভালো ফল বের করে আনতে চান তিনি। এই ডাচম্যান বলেন, ‘ফুটবলে সব সময় ফলাফলটাই গোনা হয়। আমার উপর কোন চাপ নেই। আমি একজন পেশাদার লোক। আমি চাইবো জিততেই। আমি আমার স্ত্রীর সঙ্গে যখন দাবা খেলি তখন আমি জিততেই চাই। দুঃখিত আমি কিন্তু সব সময় আমার স্ত্রীর সঙ্গে জিততে পারি না। এটি ফুটবল, দেখতে হবে এখানে সম্ভাবনাটা কি? এখন চেষ্টা করবো আমাদের দলের সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করতে। এবং একটা ভালো ফল বের করে আনতে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সালাউদ্দিনের চোখে কঠিন চ্যালেঞ্জ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ