Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বের ৫০ ধনীর মধ্যে ৩ জনই ভারতীয়

প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক :  এ বছরও বিশ্বের ধনীদের তালিকার শীর্ষে রয়েছেন বিল গেটস। এই তালিকায় বিশিষ্ট ৫০ ধনী ব্যক্তির মধ্যে ৩ জনই ভারতের। তারা হলেন রিলায়েন্স গ্রুপের মালিক মুকেশ আম্বানি, আজিম প্রেমজি ও দীলিপ সাংভি। বিজনেস ইনসাইডার-এর সাথে  যৌথ উদ্যোগে ওয়েলথ-টেন তালিকা প্রণয়ন করেছে। ৫০ জন ধনীর মধ্যে মুকেশ আম্বানী ২৭তম স্থানে আছেন। তার অর্থের পরিমাণ ২ হাজার ৪৮০ কোটি ডলার। আজিম প্রেমজির অবস্থান ৪৩তম স্থানে এবং দীলিপ সাংভি আছেন ৪৪তম স্থানে। এদের অর্থের পরিমান যথাক্রমে এক হাজার ৬৫০ কোটি ডলার এবং এক হাজার ৬৪০ কোটি ডলার। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটসের অর্থের পরিমাণ ৮ হাজার ৭৪০ কোটি ডলার। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বের ৫০ ধনীর মধ্যে ৩ জনই ভারতীয়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ