নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : এফআইএইচ আম্পায়ার্স ম্যানেজার অমরজিত সিংয়ের তত্ত¡াবধানে ৬ দিনব্যাপি অ্যাডভান্সড আম্পায়ার্স কোর্স শেষ হলো। ৩ জন আন্তর্জাতিক, ১০ জন ‘এ’ গ্রেড ও ১৩ জন ‘বি’ গ্রেডের আম্পায়ার এই কোর্সে অংশ নিয়ে সফলভাবে শেষ করে সার্টিফিকেট প্রাপ্ত হন। গতকাল সমাপনি অনুষ্ঠানে হকি ফেডারেশনের সাধারন সম্পাদক বলেন, ‘এখান থেকে আমাদের আরো আন্তর্জাতিক আম্পায়ার তৈরি হবে। তাদের যোগ্য আম্পায়ারিংয়ে ধীরে ধীরে আমাদের ক্লাবগুলোর বিদেশী আম্পায়ারের চাহিদা কমে যাবে বলে আমার বিশ্বাস।’ আম্পায়ার্স বোর্ডের ম্যানেজার কামরুল ইসলাম কিসমত বলেন, ‘বছরে আমরা যদি একটি বা দুটি কর্মশালার আয়োজন করতে পারি, তাহলে মান আরো বাড়বে।’ অমরজিত সিং তার কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন, ‘ফেডারেশন যে দুজন বিদেশী আম্পায়ার এনেছে, তার চেয়ে তোমরা ভালো বাঁশি বাজাও। আমি এই প্রথম এশিয়ার কোন দেশের কর্মশালায় এসেছি। এফআইএইচ আমাকে সবসময় ইউরোপে পাঠায়। বাংলাদেশের আতিথেয়তায় আমি মুগ্ধ।’ সনদপত্র বিতরন অনুষ্ঠানে হকি ফেডারেশনের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।